এক নজরে
সিলেট কেন্দ্রীয় কারাগার, বন্দর বাজার :
স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সুরক্ষা সেবা বিভাগ, কারা-১ শাখা এর স্মারক নং-৫৮.০০.০০০০.০৮৪.১৮.০১৪.২০১৮-৪২৯, তারিখ: ০৯/০৯/২০১৮ এর নির্দেশনা মোতাবেক সিলেট শহরের বন্দর বাজারে অবস্থিত পুরাতন কারাগারকে ‘সিলেট কেন্দ্রীয় কারাগার-২, বন্দর বাজার’ হিসেবে চালু থাকলে। গত ২৩.২.২০২৫ তারিখে পূর্ণাঙ্গভাবে মেট্রো অঞ্চলের বিচারাধীন বন্দিদের নিয়ে চালু হয়েছে। উক্ত বন্দিদের নিরাপত্তা ও কারাগারের রক্ষণাবেক্ষণের জন্য কারা কর্মচারীগণ নিয়োজিত আছেন।
কারাগার স্থাপনঃ
(ক) স্থাপিত ----------------------------- ১৭৮৯ সাল।
(খ) কেন্দ্রীয় কারাগারে উন্নীত ----- ১৯৯৭ সাল।
জমির পরিমাণঃ
(ক) কারাভ্যন্তর -------------- ১০.৫০ একর
(খ) কারাগারের বাহির ----- ১৪.২৬ একর (তন্মধ্যে (৮৮+৩৩)=১২১ শতাংশ জমি সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক দখলকৃত)
মোট = ২৪.৭৬ একর
ধারণ ক্ষমতাঃ
(ক) পুরুষ = ১১৮৫ জন
(খ) মহিলা = ২৫ জন
মোট = ১২১০ জন।
জনবলঃ
ক) অনুমোদিত জনবল : ৪৫২ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস